Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনুষ্ঠান

জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশনের উদ্যোগে ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে একটি প্লগিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে জগিংয়ের সাথে সাথে রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিক জাতীয় আবর্জনা সংগ্রহ করে রাস্তা পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুর্শিদাবাদ থানার আইসি সনত দাস, মুর্শিদাবাদ থানার এএসআই মোহাম্মদ মাইনুদ্দিন আহম্মেদ,

 

 

কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান এমডি কবিরুল শেখ, জাফরাবাদ জেবি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক অমল কুমার মন্ডল, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সংঘ নেত্রী, ক্লাবের সদস্য, সিভিক পুলিশ, জবালা প্রতিনিধি নন্দিতা পাল তোফাজ্জল হোসেন ও জবালা কিশোরীগন। উপস্থিত অতিথিবৃন্দ ও কিশোরীরা প্লগিং এর মাধ্যমে রাস্তার আশেপাশে প্লাস্টিক ও আবর্জনা তুলে পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা এলাকাবাসী ও মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। উপস্থিত সকল অতিথি জবালার এই নতুন উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিকভাবে এই প্লাস্টিক বর্জনের লক্ষ্যে কাজ করবেন সেই আশ্বাস দেন।