Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাএকদিকে হাতির দল, অন্যদিকে হনুমানের দল আতঙ্ক এলাকায়

একদিকে হাতির দল, অন্যদিকে হনুমানের দল আতঙ্ক এলাকায়

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের লক্ষণপুর এলাকায় একদল হাতির পাল রয়েছে। হাতিরপাল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। মাঠে গিয়ে সবজি চাষের ক্ষতি করছে, খাবারের সন্ধানে লোকালয়ের ঘরবাড়ির ক্ষতি করছে। যখন হাতির হামলায় গ্রামবাসীরা নাজেহাল ঠিক সেই সময় বৃহস্পতিবার সকালে একদল হনুমান ওই গ্রামে ঢুকে পড়ে। হনুমানের দলটি বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ছে এবং গোটা এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে।

 

ফলে গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে বেরত পারছে না। গ্রামবাসীদের পক্ষ থেকে বিষয়টি বন দফতরকে জানানো হয়। কিন্তু যেভাবে হনুমানের দল এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। যখন হাতির হামলায় গ্রামবাসীরা একেবারে নাজেহাল, ঠিক সেই মুহূর্তে লক্ষণপুর গ্রামে হনুমানের দল চলে আসায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা বলে গ্রামবাসীরা জানান।