Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাডি এ দিতেই হবে, স্থায়ী নিয়োগ করতেই হবে

ডি এ দিতেই হবে, স্থায়ী নিয়োগ করতেই হবে

সরকারি প্রতিষ্ঠানের ছয় লক্ষ শূন্য পদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ অনিয়মিতদের নিয়মিতকরণ এবং সমকাজের সমবেতন ছাড়াও এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডি এ, ডিটেলমেন্ট প্রতিহিংসা মূলক বদলি প্রত্যাহারের দাবিতে রানাঘাট সাব ডিভিশনাল অফিসের খাদ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ ধর্মঘটের ডাক দেওয়া হল সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

 

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য ও বিক্ষোভকারি সৈকত চ্যাটার্জি জানান, রাজ্যব্যাপী মার্চ মাসের ৬ তারিখ এবং ৭ তারিখ যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল সমস্ত সরকারি অফিস আদালত এবং স্কুল কলেজ তাতে বিভিন্ন জায়গায় আমরা মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছি। এই মুহূর্তে আমরা রানাঘাট সাব ডিভিশনাল অফিসের খাদ্য দপ্তরের সামনে অবস্থান-বিক্ষোভে বসে আছি প্রায় দু ঘণ্টা যাবত এবং আমাদের সব থেকে বড় সফলতা,

 

আজকে এই খাদ্য দপ্তরের অফিস স্তব্ধ এবং এখানকার কর্মচারীরাও ভালো সাড়া দিয়েছেন। এখানে সেই কারণে আজ কাজ বন্ধ আছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কর্মচারীরা তাদের আজ কাজ বন্ধ রেখেছেন। ধর্মঘট হচ্ছে। বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষক-শিক্ষিকারা তাদের ধর্মঘট পালন করছেন। ভবিষ্যতে রাজ্য সরকার যদি এভাবেই বঞ্চনা চালিয়ে যায় নির্মমতার পরিচয় দিয়ে, আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই লড়াই আরো জোরদার করব।