Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাতাজা বোমা উদ্ধার

তাজা বোমা উদ্ধার

পূর্ব বর্ধমান জেলার ভাতারের শালকুনি গ্রামে মাঠের মাঝখানে তাজা বোমা উদ্ধার করলো ভাতার থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার বিকালে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। স্থানীয় সূত্রে খবর, ভাতার থানার শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন মাঠের মধ্যে স্থানীয়রা বেশ কয়েকটি তাজা বোমা পরে থাকতে দেখে। পুলিশকে খবর দিলে বোমা পড়ে থাকার বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি পদক্ষেপ নেয় ভাতার থানার পুলিশ।

 

পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেয়। ভাতার দমকল বিভাগ, স্বাস্থ্য দপ্তরের কর্মী এবং ভাতার থানার পুলিশের উপস্থিতিতে বোমাগুলি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করে সিআইডি বোম স্কোয়াডের দল। ভাতারের সাহেবগঞ্জ-১ নম্বর অঞ্চলের শালকুনি গ্রামের শ্মশান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি তাজা বোমা পড়ে ছিল। খবর পেয়ে ছুটে আসে ভাতার থানার পুলিশ। পুলিশ দেখতে পায় যে মাঠের মাঝে তিনটি তাজা বোমা পড়ে রয়েছে।

 

গ্রামবাসীদের নিরাপত্তা স্বার্থে পুলিশ সঙ্গে সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলে। এরপর বোম স্কোয়াড পৌঁছে বোমাগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এদিকে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মধ্যেই মাঠের মাঝে তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায়। কিভাবে মাঠের মধ্যে এই তাজা বোমাগুলি এলো তা তদন্ত শুরু করেছে পুলিশ।