Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাতৃণমূল কংগ্রেসের পদযাত্রা

তৃণমূল কংগ্রেসের পদযাত্রা

তৃণমূল কংগ্রেসের পদযাত্রা

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর

বৃহস্পতিবার সবং ব্লকে রাজ্য তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মসূচি ১০ মার্চ। জনগর্জন সভার প্রস্তুতি হিসাবে সবং-এর বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়ার নির্দেশে ১১ নম্বর মোহাড় অঞ্চলের কাটাখালি বাস স্ট্যান্ড থেকে ১২ নম্বর বুড়াল অঞ্চলের অর্জুনতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা ও মিছিলের আয়োজন করা হয়। এই পদযাত্রা ও মিছিল মহা মিছিলের রূপ ধারণ করে। অগনতি মানুষ রাস্তায় দুই ধারে দাঁড়িয়ে থেকে এই সুসজ্জিত মিছিলকে উপভোগ করেন। এই মিছিল থেকে গর্জন উঠেছে ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় চলো। হাজার হাজার মানুষ কে নিয়ে বৃহস্পতিবারের এই মিছিলে আওয়াজ উঠেছে, ঘাটাল লোকসভা কেন্দ্রে দেবকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই প্রথম সবংয়ে দেবের সমর্থনে মিছিল হল। …