বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ২ নং শীর্ষা গ্রাম পঞ্চায়েত এলাকাধীন কেশপুর-১ চক্রের তোড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৭৫ বছর বর্ষ পূর্তি উপলক্ষ্যে দুদিনের প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হলো মহাসমারোহে। অনুষ্ঠানের প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় পতাকা ও প্লাটিনাম জয়ন্তীর পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিমল কুমার জানা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথের আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্ট চিকিৎসক ডাঃ অরূপ মাঝি জাতীয় উত্তোলন করেন তোড়িয়া উচ্চ-বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল গুড়ে। প্লাটিনাম জয়ন্তী…