Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাসিপিআইএম-এর কর্মীসভা

সিপিআইএম-এর কর্মীসভা

সিপিআইএম-এর কর্মীসভা

হরিহরপাড়া, মুর্শিদাবাদ

হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম পার্টির ডাকে নির্বাচনী কর্মীসভার আয়োজন। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মীসভা করা হয়। বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়া ব্লকের চোয়া অঞ্চলের টেংরামারি হাট প্রাঙ্গনে নির্বাচনী কর্মীসভা করা হয়। কর্মীসভা শেষে টেংরামারি হাট থেকে হরিহরপাড়া বাজার পর্যন্ত মহা মিছিল করা হয়। এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মহম্মদ সেলিম, সিপিআইএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামির মোল্লা, হরিহরপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক ইনসার আলী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব থেকে কর্মীবৃন্দরা। এদিনের কর্মীসভা থেকে মোহাম্মদ সেলিম বিভিন্ন ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে কটাক্ষ করেন। পরিযায়ী শ্রমিক, ১০০ দিনের কাজের দুর্নীতি সহ একাধিক বিষয় নিয়ে সমালোচনা ক…