Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাব্রিগ্রেডের প্রস্তুতি সভা তৃণমূলের

ব্রিগ্রেডের প্রস্তুতি সভা তৃণমূলের

রানাঘাট ১ নম্বর ব্লকে রামনগর আইসতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভার প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। ১০ তারিখ বিগ্রেড সমাবেশ উপলক্ষে এদিনের প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়, মেন্টর বাণী কুমার রায়, দীপক বসু, তাপস ঘোষ, দেবাশীষ গাঙ্গুলি সহ স্থানীয় নেতৃত্ব।

 

প্রধান বক্তা রাজীব বন্দোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন এবং বিগ্রেড সমাবেশকে সফল করার আহ্বান জানান। সভা শেষে তিনি জানান, জনগর্জন সভা নিয়ে যে ভাবে মানুষের স্বতস্ফূ্ত আবেগ, মহিলাদের স্বতস্ফূ্ত সাড়া, এটাই তৃণমূল কংগ্রেসের বড় সম্পদ। আমদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য এবং সাধারণ মানুষের জন্য যে সামাজিক প্রকল্প নিয়েছেন, তা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন তার সুফল আগামী দিনে পাবে।