Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeকলকাতাসৈকত শহরে এসে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

সৈকত শহরে এসে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

সৈকত শহরে এসে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

দিঘা, পূর্ব মেদিনীপুর

সৈকত নগরী দিঘায় হানিমুন করতে এসে, বিবাদের জেরে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ (পর্যটক) আত্মহত্যার চেষ্টা করলো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে দিঘা হাসপাতালে পরে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের থেকে প্রাথমিক ভাবে জানা গেছে, ঔরঙ্গাবাদ থেকে রাধা কুমারী এবং স্বামী নাবনি দে-র সঙ্গে দিঘায় বেড়াতে আসে ওই পরিবার। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। রাত্রি প্রায় ন’টা নাগাদ স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। তখনই ওই হোটেলের তিন তলা থেকে ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও পরে হাত ফসকে রাধা মাটিতে পড়ে যান। এরপরেই হোটেল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁক…