আবারো হুমকি সৌমিত্র এর ,এবার সরাসরি চোখ উফরে নেওয়ার ছুমকি দিয়ে বিতরকে সাংসদ।
ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের ‘চোখ উপড়ে’ নেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন বিষ্ণুপুরে বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার জয়পুর ব্লকের ময়নাপুর গ্রামে প্রচারে যান সৌমিত্র। সেখানে দলীয় কর্মীদের নিয়ে সভায় তিনি বলেন, ‘‘আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূলের কেউ যদি কিছু করতে যায় তা হলে আমি চোখ উপড়ে নেব। সেই ক্ষমতা আমি রাখি।’’ এই ধরনের কথা বলে আসলে তিনি প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্রের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। এই নিয়েই ভোটের ময়দানে রাজনীতি গরম হয়েগেছে ইতিমধ্যে।