বাংলা সময়, দেবনাথ মোদক, বাঁকুড়াঃ
ভোট বড় বালাই। আরে ভোটের বৈতরণী পার হতে টোটোর চালকের আসনে বসে পড়লেন বিজেপির বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার সুভাষ সরকার। মঙ্গলবার বিজেপির রানীবাঁধ বিধানসভার পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে একটি মহা মিছিল হয় খাতড়া বাজারে। সেই মহা মিছিলের মাঝ পথে যোগ দেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী বর্তমানে কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার। মিছিল রাজাপাড়া মোড়ের নিকট পৌঁছাতেই পথে যাতায়াতকারী এক টোটোতে হঠাৎ চালকের আসনে বসে পড়েন তিনি। টোটো চালিয়ে নির্বাচনী প্রচার সারেন তিনি। তিনি জানান, টোটো হল সাধারণ মানুষের একটি সাহারা। তাই যাত্রীসহ টোটো চালিয়ে ২০১৯ সাল থেকে বাঁকুড়ার উন্নয়নের যে বিজেপির যোগদান তা অব্যাহত রাখতে মানুষের আশীর্বাদ চাইছি।