Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeপশ্চিমবঙ্গসিএএ আদৌ বৈধ কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর হাবড়া থেকে

সিএএ আদৌ বৈধ কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ মুখ্যমন্ত্রীর হাবড়া থেকে

‘‘ওরা ফর্মে বাবার জন্মের শংসাপত্র আনতে বলেছে। আমার কাছে বাবার জন্ম শংসাপত্র নেই। অনেকের কাছেই নেই। অনেকে খুশি হচ্ছে। কতটা ভয়ঙ্কর বুঝতে পারছেন না।’’নমঃশূদ্রদের আধারকার্ড কেন বাতিল করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন মমতা।

সিএএ মানবিকতার বুকে অপমান। মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সিএএ হলে সবাই সব সুবিধা থেকে বঞ্চিত হবেন। সিএএকে জুমলা বলেও মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘‘মনে রাখবেন সব হারাবেন। ওরা ভাঁওতা দিচ্ছে। সব দিক যাবে। ইচ্ছা করে কালকের দিনটা বেছে নেওয়া হয়েছে। কারণ কাল থেকে রমজান শুরু হয়েছে। এই সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত মনে রাখবেন। শুধুমাত্র আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আনা হবে। শ্রীলঙ্কা, মায়নমার বাদ। এমন অনেক পরিবার রয়েছেন, যাঁদের এপার বাংলা থেকে ওপার বাংলায় বিয়ে হয়েছে। তাঁরা যোগাযোগ করতে পারবেন না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব কখনও কেউ শুনেছেন?’’

সিএএ বিজেপির লুডো খেলার ছক্কা। মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘আবেদন করার পর এনআরসি করা হবে। ডিটেনশেন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আমি বা্ংলা থেকে তা করতে দেব না।’’

সারা রাজ্যের মানুষের জন্য আট হাজার টাকার প্রকল্প উদ্বোধন হল। হাবড়ার মঞ্চ থেকে জানালেন মমতা। তিনি জানান, উত্তর ২৪ পরগণা ছাড়াও ৬৪৭টি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করা হল মঙ্গলবার। কয়েক লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে যাবে বলে জানালেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপি ভবিষ্যতে যে অশান্তির খেলা খেলার চেষ্টা করবে, সেটা আমি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করব। তার জন্য আমাকে সময় দিতে হবে।’’

facebookwhatsapp