Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কমরেড গোলাম রসুল মন্ডল প্রয়াত

সিপিআইএম পার্টির বাদুড়িয়ার প্রাক্তন এলসিএম ও কৃষক সবার ব্লক কমিটির সদস্য কমরেড গোলাম রসুল মন্ডল প্রয়াত হলেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক...
Homeজীবনধারাবারাসতে প্রার্থী দিচ্ছে আইএসএফ

বারাসতে প্রার্থী দিচ্ছে আইএসএফ

এবার লোকসভা ভোটে ময়দানে নামতে চলেছে আইএসএফ, ইতি মধ্যে আসনরফা হয়েছে তার মধ্যেই ঘোষণা নাওসাদের।

দু’দিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের সঙ্গে আসন-রফা নিয়ে আলোচনা হয়েছে আইএসএফের। তাদের চাহিদার আসন কমাতে অনুরোধ করেছেন সিপিএম নেতৃত্ব। আলোচনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে রবিবার আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী জানালেন, বামেদের সঙ্গে জোট হোক না হোক, বারাসত লোকসভা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে তারা। বসিরহাট ও বনগাঁ কেন্দ্রেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। এ দিন বিকেলে বারাসতের রবীন্দ্রভবনে কর্মিসভায় যোগ দিতে এসেছিলেন নওসাদ।

তিনি বলেন, ‘‘উত্তর ২৪ পরগনা জেলায় তিনটি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। তবে বারাসতে প্রার্থী দিচ্ছিই, তা চূড়ান্ত হয়েছে।’’ তৃণমূলের তরফে বারাসতের প্রার্থী কাকলি ঘোষদস্তিদার বিভিন্ন সভা থেকে আইএসএফকে ‘ভোট কাটুয়া’ বলে কটাক্ষ করেন। এ প্রসঙ্গে নওসাদ বলেন, ‘‘দেশের সকলে জানে, আরএসএসের দু’টো রাজনৈতিক চিহ্ন, বিজেপি আর তৃণমূল। আমাদের নিয়ে এ জন্যই ওদের চিন্তা তৈরি হয়েছে।