Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeজেলাআমার বন্ধু ভালো থাকুক, অর্জুন সিং-কে নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের

আমার বন্ধু ভালো থাকুক, অর্জুন সিং-কে নিয়ে প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের

-নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- একদা ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের সঙ্গে নৈহাটির তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সুসম্পর্ক ছিল। যদিও অনেকদিন আগেই সেই সম্পর্কে চিড় ধরেছে। তৃণমূল প্রার্থী হবার পর পার্থ অর্জুনের কাজিয়া এখন তুঙ্গে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, আমার বন্ধু ভালো থাকুক। যদিও অর্জুনের বিরুদ্ধে এদিন মুখ খুলতে চাননি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা নির্বাচন নিয়ে তাঁর মন্তব্য, জমিদারী কায়দার বিরুদ্ধে গরিব মানুষের লড়াই। সেই লড়াইতে তিনি জয়ী হবেন।