Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

থেকে যাওনা গো

হাসপাতালের বেডে পাশাপাশি শুয়ে দুই বৃদ্ধ ও বৃদ্ধা। বৃদ্ধের উদ্দেশ্যে লেখা শেষ কবিত  থেকে যাও না গো, আর কটা দিন! না হয় আমাদের বয়স হয়ছে অনেক, তোমার আশি,...
Homeজেলাবিজেপিতে পাল্টিবাজ চাই না পোস্টার ঘিরে চাঞ্চল্য ব্যারাকপুরে

বিজেপিতে পাল্টিবাজ চাই না পোস্টার ঘিরে চাঞ্চল্য ব্যারাকপুরে

আজ সকালে বারাকপুর স্টেশনের বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পোস্টারে উল্লেখ, বিজেপিতে পাল্টিবাজ চাই না। নৈহাটির বিভিন্ন জায়গায় ‘গদ্দার তাড়াও বিজেপি বাঁচাও’ পোস্টার পড়েছে। সূত্র বলছে, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং-কে ইঙ্গিত করেই পোস্টার মারা হয়েছে। যদিও তিনি এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেন নি। এই পোস্টের নিয়ে সাংসদ অর্জুন সিং বলেন, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের লোকজন ওই পোস্টার সাটিয়েছে।