Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...

অর্জুন সিংহের বিদ্রোহ নিয়ে প্রকাশ্যে তাঁর মত জানিয়ে দিলেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে অর্জুনের বিষয়ে সাংবাদিকেদর প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘অর্জুন তো এখনও বিজেপিরই এমপি (সাংসদ)। ও তো সাংসদ পদ ছাড়েনি। ব্যারাকপুরে আমাদের প্রার্থী পার্থ ভৌমিক। ও খুব ভাল ছেলে। ইরিগেশন মিনিস্টার (সেচমন্ত্রী) হিসাবে কাজ করছে।’’

রবিবার ব্রিগেডে তৃণমূলের মঞ্চে ছিলেন অর্জুন। সেই মঞ্চ থেকেই ব্যারাকপুরের প্রার্থী হিসাবে পার্থের নাম ঘোষণা করে তৃণমূল। রবিবার বিকেল থেকেই তাঁর ক্ষোভের কথা জানাতে শুরু করেছিলেন অর্জুন। তার পর ক্রমে সেই ঝাঁজ বেড়েছে। মঙ্গলবার তাঁর জগদ্দলের বাড়ির অফিস থেকে সকালে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেন অর্জুন। তার পর বিকেলে সেই জায়গায় চলে আসে নরেন্দ্র মোদীর ছবি। বুধবার সকালে অর্জুন খোলামেলা জানিয়ে দিয়েছেন, তিনি ব্যারাকপুর থেকেই লড়বেন। নির্দল নয়, কোনও দলের হয়েই লড়বেন। তাঁর দাবি, গত বারের থেকে বেশি ভোটে জিতবেন। মমতা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘ও (অর্জুন) কোন দলের হয়ে লড়বে, সেটা ওর স্বাধীনতা। তবে আমরা রাজনৈতিক ভাবেই লড়ব। পার্থ মানুষের সমর্থন পাবে।’’

তৃণমূল দলনেত্রির এমন মন্তেব্বের পর পরিস্কার যে অর্জুনকে জেরে ফেলতেই চেয়েছিল তৃণমূল।