দেবনাথ মোদক , খাতড়া:-
রাস্তার দাবিতে পথ অবরোধে সামিল হলেন হিড়বাঁধের বহড়ামুড়ি অঞ্চলের শ্যামপুর গ্রামের বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া- খাতড়া রাজ্য সড়কের শীলাবতী নদী ব্রিজের কাছে পথ অবরোধ করেন তারা। প্রায় দেড় ঘন্টা পথ অবরোধের জেরে আটকে পড়ে বহু গাড়ি।
অবরোধকারীদের দাবি, শীলাবতী নদী ব্রিজের পাশে ইন্দপুরের গোবিন্দপুর দিকে যাতায়াতের মেঠো রাস্তাটি প্রশাসনের উদ্যোগে তৈরি করে দিতে হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,যাতায়াতের ওই মেঠো রাস্তা ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় জমিজট তৈরি হয়েছে। বাসিন্দাদের দাবি জমিজট কাটিয়ে প্রশাসনের উদ্যোগে রাস্তা তৈরি করার। বাসিন্দাদের অভিযোগ, গ্রাম থেকে ঘুরপথে বহড়ামুড়ি যাতায়াত করতে হয়। গোবিন্দপুর দিকের রাস্তা তৈরি হলে যাতায়াতে অনেক সুবিধা হবে।