বাংলার সময়,বনগাঁ:- লোকসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস , নৈহাটির বিধায়ক তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী , সরুপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনা মন্ডল , বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব । এদিন পার্থ ভৌমিক কর্মীদের উদ্দেশ্যে বলেন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনে না হলে দল পর্যালোচনা করবে লোকসভা নির্বাচনের পরে । প্রতিটি বাড়িতে চারবার করে যাওয়ার জন্য আবেদন জানিয়েছে কর্মীদের কাছে । দিল্লির জমিদারি মনোভাব এর বিরুদ্ধে বাংলার লড়াই বনগাঁতেও জমিদার মুক্ত করতে হবে আবেদন করেছে কর্মীদের কাছে । অন্যদিকে অশোকনগর এর বিধায়ক নারায়ণ গোস্বামী কর্মীদেরকে বুথে বুথে কমিটি তৈরি করবার জন্য নির্দেশ দিয়েছেন । কর্মীদেরকে চাঙ্গা করতে গেয়েছেন দেশাত্ববোধক গান ।