Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeজেলারাঙামাটি রঞ্জনডি অঞ্চলের ধতলা গ্রামে নবকুঞ্জ মেলা

রাঙামাটি রঞ্জনডি অঞ্চলের ধতলা গ্রামে নবকুঞ্জ মেলা

পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান ঐতিহ্য। বর্তমানে পুরুলিয়া মধ্যে কাশিপুর এক অন্যতম ব্লক এটা বলাই যেতে পারে। উন্নয়নের দিক থেকেও পিছিয়ে নেই কাশীপুর। বিভিন্ন সময়ে মেলা আয়োজিত হয় পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তারই মধ্যে কাশিপুর ব্লকের অন্তর্গত, রাঙামাটি রঞ্জনডি অঞ্চলের ধতলা গ্রামে নবকুঞ্জ মেলা আয়োজিত হয়েছে। গ্রামীণ এই ছোট্ট মেলায় গ্রামের সাধারণ মানুষজনের সাথে অংশগ্রহণ করলেন, পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।