Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeজেলাআমতায় সম্প্রীতি রক্ষায় বসন্ত উৎসব

আমতায় সম্প্রীতি রক্ষায় বসন্ত উৎসব

বাপ্পাদিত্য ঘোষাল, উলুবেড়িয়াঃ দোলযাত্রা উপলক্ষে বসন্ত উৎসবকে কেন্দ্র করে এক অন্য চিত্র উঠে এল হাওড়া জেলার আমতায়। এখানে আমতা-২ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোলাম খানের উদ্যোগে বসন্ত উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্প্রীতির এক অনন্য বাতাবরণ সৃষ্টি করল আমতার তাজপুর নেহেরু সমিতি স্মৃতি সংঘ। বসন্ত উৎসব উপলক্ষে এই অনুষ্ঠানে প্রায় দু’হাজার সুবেশা মহিলার সমাগম ঘটে। তাঁদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বসন্ত উৎসবের সূচনা হয়। শুধু তাই নয়, এই উৎসবে প্রায় দুই শতাধিক শিশুও অংশগ্রহণ করে। উৎসবকে কেন্দ্র করে এদিনের বর্ণাঢ্য প্রভাতফেরি দেখতে অগণিত মানুষের সমাগম ঘটে। নেহেরু স্মৃতি সংঘের সম্পাদক তপন পাল জানান, অগণিত পুরুষ ও মহিলা তাজপুর গ্রাম পঞ্চায়েতের তাজপুর ঘাটকুল থেকে দুই কিলোমিটার পথ অতিক্রম করে মালিক পুকুর মাঠে সমবেত হয়ে এই উৎসবে শামিল হন। এই উৎসবে শামিল হওয়া সকলে একে অপরকে আবিরে রাঙিয়ে তোলেন। উপপ্রধান গোলামখানা বলেন, তাঁর এলাকায় সম্প্রীতির বাতাবরণ অক্ষুন্ন রাখার জন্যই তিনি প্রতিবছর এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।