Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeদেশবরফে ঢাকা হিমাচল

বরফে ঢাকা হিমাচল

হিমাচলে বরফের চাদর। নতুন করে তুষারপাত তাপমাত্রার পারদ নামিয়েছে অনেকটাই। বরফের জেরে ইতিমধ্যেই বন্ধ হয়েছে বেশ কয়েকটি রাস্তার যান চলাচল। কিন্নুর জেলা থেকে সমস্ত বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কারণ একটাই, বরফের চাদর। অটল টানেলের কাছে কোনও যানবাহন যেতেই পারছে না। সেখানেও বরফের রাজত্ব। বিগত ২৪ ঘন্টায় মানালি, কাল্পায় ৫ সেন্টিমিটার পর্যন্ত বরফের আস্তরণ পড়েছে। মোট ১৬৮ টি রাস্তায় যান চলাচল কার্যত বিপর্যস্ত। এদের মধ্যে তিনটি জাতীয় সড়ক রয়েছে। বরফের রাস্তার পাশাপাশি বইছে শীতল হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে তাপমাত্রা ফের নামবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তবে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। চুটিয়ে বরফ উপভোগ করছেন সকলেই।