Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeজেলাগ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী, নিজেই বললেন কথা, পরে প্রার্থীর নামে জয়ধ্বনি বিক্ষোভকারীদের

গ্রামবাসীদের ক্ষোভের মুখে শতাব্দী, নিজেই বললেন কথা, পরে প্রার্থীর নামে জয়ধ্বনি বিক্ষোভকারীদের

ভোটের প্রচারে বেরিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বীরভূমের তৃণমূল প্রার্থী তথা এলাকার বিদায়ী সাংসদ শতাব্দী রায়। রাস্তার দাবিতে গ্রামবাসীরা শতাব্দীকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করেন। শতাব্দী অবশ্য মেজাজ হারাননি। ধৈর্য ধরে সমস্ত অভিযোগ শোনার পর তিনি কাজের প্রতিশ্রুতি দেন। এর পরেই গ্রামবাসীরা বিক্ষোভ থামিয়ে শতাব্দীর নামে জয়ধ্বনি দেন।

বীরভূম লোকসভার নলহাটি ২ নম্বর ব্লকের নোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের গোকুলনগর গ্রাম। রবিবার সেখানেই প্রচারে গিয়েছিলেন শতাব্দী। গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি, রাস্তা সংস্কারের। কিন্তু অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কাজের কাজ কিছুই হয়নি। শতাব্দী গ্রামে যেতেই ক্ষোভের বাঁধ ভাঙে। গ্রামবাসীরা রাস্তা সারাইয়ের দাবিতে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন গ্রামের রাস্তা সারাই না হওয়ায় যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। গ্রামবাসীরা দাবি তোলেন, ওই ভাঙাচোরা, কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে যেতে হবে শতাব্দীকে। এর পরেই শতাব্দী নিজে বিক্ষোভরত গ্রামবাসীদের সঙ্গে কথা বলা শুরু করেন। আলোচনায় ক্ষোভের পারদ নামতে থাকে। শতাব্দী তাদের জানান, কেন এত দিন কাজ হয়নি। ভোটের পর নতুন করে রাস্তা তৈরি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। এর পরেই গ্রামবাসীরা বিক্ষোভ থামান। কিছু ক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের শতাব্দীর নামে জয়ধ্বনি দিতে দেখা যায়।