মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ম্যাচে কে জিতবে? খেলার মাঝে তা নিয়েই হঠাৎ ঝামেলা শুরু। পরিস্থিতি ক্রমশ তপ্ত হয়ে ওঠে। এরপরই ৬৫ বছরের এক বৃদ্ধের উপর আচমকা হামলা। বেধড়ক মারধরের জেরে মৃত্যু হল ওই বৃদ্ধের।
রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটির বিষয়ে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কোলাপুরি জেলায়। পুলিশ জানিয়েছে, গ্রামের মধ্যে টিভিতে আইপিএল ম্যাচ দেখছিলেন অনেকে বসে। সেই সময় দুই যুবকের সঙ্গে ওই বৃদ্ধের বচসা শুরু হয়। শেষমেশ বৃদ্ধের ওপর হামলা করে তারা। লাঠি দিয়ে মাথার পিছনে বারবার আঘাত করে। তখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। তড়িঘড়ি করে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
দুদিন হাসপাতালে চিকিৎসা চললেও, শেষরক্ষা হয়নি। শনিবার সন্ধেয় হাসপাতালে প্রাণ হারান ওই বৃদ্ধ। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘাতক দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।