Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeপশ্চিমবঙ্গভোটের মুখে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল

ভোটের মুখে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল

লোকসভা নির্বাচনের মুখে ফের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমাল কেন্দ্র। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ৩০ থেকে ৩২ টাকা। পয়লা এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে।
কলকাতায় প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩২ টাকা কমেছে। ফলে ১ এপ্রিল থেকে ১৮৭৯ টাকায় মিলবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। দিল্লিতে কমেছে ৩০.৫০ টাকা। মুম্বইতে ৩১.৫০ এবং চেন্নাইয়ে ৩০.৫০ টাকা কমেছে সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের পাশাপাশি ৫ কেজির এফটিএল সিলিন্ডারের দাম কমেছে। ৭.৫০ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম।
গত ২৯ আগস্টে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ২০০ টাকা কমানো হয়েছিল। আবার নারী দিবসের সকালে রান্নার গ্যাসের দাম একধাক্কায় ১০০ টাকা কমানোর ঘোষণা করেছিল কেন্দ্র। তবে ভোটের আগে রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত।