Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

কমরেড গোলাম রসুল মন্ডল প্রয়াত

সিপিআইএম পার্টির বাদুড়িয়ার প্রাক্তন এলসিএম ও কৃষক সবার ব্লক কমিটির সদস্য কমরেড গোলাম রসুল মন্ডল প্রয়াত হলেন । মৃত্যু কালে তার বয়স হয়েছিল আনুমানিক...
Homeপশ্চিমবঙ্গমুখ্যমন্ত্রী, রাজ্যপালের পর উত্তরবঙ্গের পথে রাজ্যের বিরোধী দলনেতা

মুখ্যমন্ত্রী, রাজ্যপালের পর উত্তরবঙ্গের পথে রাজ্যের বিরোধী দলনেতা

কিছুক্ষণের ঝড়ে লন্ডভন্ড অবস্থা জলপাইগুড়ি সহ একাধিক জায়গায়। এই পরিস্থিতিতে বিপর্যস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে রবিবার রাতেই উত্তরবঙ্গ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাতেই তিনি একাধিক পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল। এবার গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সোমবার বিমানবন্দরে তিনি বলেন, কাল থেকেই ভলান্টিয়াররা কাজ করছে, সাংসদ বিধায়করা রয়েছেন। নির্বাচনী বিধি মাথায় রেখে, সাধ্যমত বিজেপির পক্ষ থেকে সমস্তকিছু করা হচ্ছে।প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছে বলেও জানান শুভেন্দু। তিনটি গ্রামের ৮০০ বাড়ি বিপর্যস্ত বলে জানান তিনি
। ভোটমুখী পরিস্থিতিতে রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধিরা নির্বাচনী বিধির আওতায় সবকিছু করতে পারবেন না বলে, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন সহ একগুচ্ছ সংস্থাকে আরও বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে রাজ্যের শাসক দলের উদ্দেশে বলেন, ” আশা করব রাজ্যের শাসক দল, তারা সরাসরি এই ত্রাণ কার্যকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। “