Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeপশ্চিমবঙ্গ‘‌ফাঁসানো হয়েছে’‌, এবার শেখ শাহজাহানের মুখেও ষড়যন্ত্রের তত্ত্ব!‌

‘‌ফাঁসানো হয়েছে’‌, এবার শেখ শাহজাহানের মুখেও ষড়যন্ত্রের তত্ত্ব!‌

ষড়যন্ত্রের শিকার হয়েছেন। দাবি করলেন শেখ শাহজাহান। বুধবার মেডিক্যাল পরীক্ষার জন্য শেখ শাহজাহানকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসে ইডি। তখনই শাহজাহান দাবি করেন, ‘‌সব মিথ্যে!‌ আমাকে ফাঁসানো হয়েছে।’‌
প্রসঙ্গত, পুলিশি গ্রেপ্তারির পর সন্দেশখালি কাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানকে আদালতের নির্দেশে হেফাজতে নেয় সিবিআই। এখন ইডি হেফাজতে রয়েছেন তিনি। বুধবার সকালে শারীরিক পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে যাওয়া হচ্ছিল শাহজাহানকে। ‌গাড়ি থেকে নেমে হাসপাতালে ঢোকার সময় তিনি দাবি করেন, সবটাই মিথ্যে। তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। অবশ্য কারা ষড়যন্ত্র করেছে তা বলতে চাননি তিনি। প্রসঙ্গত, ইডি সূত্রে জানা গেছে, শাহজাহান শেখের বিরুদ্ধে দু’টি দুর্নীতির সন্ধান পাওয়া গেছে। যার একটি রেশন দুর্নীতি। অন্যটি মাছের ব্যবসার আড়ালে চালানো দুর্নীতি।