দু’দিন নিখোঁজ থাকার পর এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ট্যাংরার ক্রিস্টোফার রোড এলাকায়। মৃতের নাম রাজেশ অধিকারী (৪৬)। পেশায় গৃহশিক্ষক রাজেশ ৬৩/৩ ক্রিস্টোফার রোডের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, দু’দিন ধরে ওই ব্যক্তির দেখা পাননি কেউ। এরপর ওই বাড়ি থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে। প্রতিবেশীরা খবর দেন থানায়। পুলিশ গিয়ে ডাকাডাকি করলেও কারও সাড়া মেলেনি। এরপরই দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। উদ্ধার হয় রাজেশের পচাগলা দেহ। একটি চেয়ারে বসা অবস্থায় ছিল রাজেশের দেহ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পুলিশের অনুমান, অন্তত তিন দিন আগে মারা গিয়েছেন রাজেশ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।