সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনার তদন্তে গিয়ে আক্রান্ত হল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সূত্রের খবর, ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গিয়ে এনআইএ আধিকারিকরা হামলার শিকার হন। গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে দাবি করেছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানা এলাকায় নাড়ুয়াবিড়লা গ্রামে ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ বিস্ফোরণ হয়। মৃত্যু হয় ৩ জনের। যে বাড়িতে বিস্ফোরণ হয়, তা এক তৃণমূল নেতার বাড়ি বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। বিজেপির তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লেখা হয়। তারপরেই এনআইএ তদন্ত শুরু হয়। দফায় দফায় বেশ কয়েকজনকে তলব করা হয়। যদিও কেউ তলবে সাড়া দেননি। এরপর শনিবার ভোরে ভগবানপুর ২ ব্লকের অর্জুননগর এলাকা থেকে তৃণমূলের অঞ্চল সভাপতি বলাই মাইতি এবং বুথ সভাপতি মনোব্রত জানাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল এনআইএ। এই দু’জনকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তাঁরা হাজিরা দেননি বলেই জানা গেছে। অভিযোগ, তৃণমূলের দুই নেতাকে নিয়ে বেরনোর সময় এনআইএ হামলার শিকার হয়। কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। সূত্রের খবর, গ্রামবাসীদের একাংশ এনআইএ অফিসারদের ওপর আক্রমণ করে। দু’জনকে ছেড়ে দেওয়ার দাবি করে গ্রামবাসীরা। এই বিক্ষোভের পুরোভাগে ছিল মহিলারা। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও ধস্তাধস্তি হয় গ্রামবাসীদের। রাতের অন্ধকারে ছোড়া হয় ইট, গাড়িতেও ভাঙচুর চালানো হয়। হামলায় দুই এনআইএ আধিকারিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। আক্রান্ত হওয়ার পর এনআইএ যায় থানায়। জানা গেছে, দু’জনকে গ্রেপ্তার করেছে এনআইএ।