বালুরঘাটের পর হেমতাবাদ থেকেও ফের একবার কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তিনি বলেন,‘‘ওখানে মহিলারা হামলা করেননি। হামলা করেছে এনআইএ। লোকের বাড়ি গিয়ে গিয়ে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তবে মহিলারা কি হাতে শাঁখা, বালা পরে বসে থাকবে? মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাব না। যাকে অ্যারেস্ট করবে তার বাড়ির লোকই এজেন্ট হবে।’’
এর পাশাপাশি তৃণমূল সুপ্রিমো ক্যা নিয়েও সরব ছিলেন, তিনি বলেন, ‘‘মোদির গ্যারান্টি মোদির ছবি। তৃণমূলের গ্যারান্টি সিএএ হবে না। এনআরসি করতে দেব না। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না। মোদি অম্বেদকরের সংবিধান বেচে দিয়েছে। মাছের মাথা ক্যা, লেজ এনআরসি। আবার বিজেপি নেতা বলছে তৃণমূলের লোকেদের আবেদন করতে দেব না।’’ নাম না করে শান্তনু ঠাকুরকে জবাব দিলেন মমতা। প্রসঙ্গত, ভোটের আগে তৃণমূলের নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে না। এই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছিল বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তাঁর বক্তৃতার একটি অংশ ভাইরাল হয়েছিল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।