Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

পুরুষও কাঁদে

দত্ত বাড়িতে ছেলে হয়ছে, দেখলাম বাবা মা সবাই আনন্দিত । পাশ থেকে ঠাম্মা বলল, বুড়ো বয়সের লাঠি এসেছে খোকা তোর চিন্তা আর কি ? আনন্দে বাবার চোখে জল পুরুষও কাদে...
Homeজেলাজলের জন্য পথ অবরোধ গ্রামবাসীদের 

জলের জন্য পথ অবরোধ গ্রামবাসীদের 

হিঙ্গলগঞ্জের ভান্ডারখালি রোড অবরোধ করলো গ্রামের পুরুষ ও মহিলারা ।

হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারী পঞ্চায়েতের বাইনারা গ্রামের ঘটনা ।

বিক্ষোভকারীদের অভিযোগ_এলাকার কয়েকশো পরিবার বাস করে কিন্তু এলাকায় কোথাও জলের পাইপলাইন নেই আবার কোথাও জলের পাইপলাইন থাকলেও তাতে জল আসে না। গ্রামে নেই কোন টিউবওয়েল । একটা টিউবয়েল আছে কিন্তু সেটাও খারাপ , যে কারণে গ্রামের মানুষকে জল আনতে যেতে হয় পাশের গ্রামে । আর সে কারণে যথেষ্ট সমস্যায় পড়েছে গ্রামের কয়েকশো পরিবার । বিকালের পর এলাকায় অন্ধকার নেমে আসলে আর জল আনা সম্ভব হয় না বা বর্ষার সময় জল আনতে যথেষ্ট সমস্যায় পড়ে এলাকার মানুষ। বহুবার এলাকার মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধানকে জানিয়ে কোন কাজ হয়নি। অবশেষে আজ গ্রামের পুরুষ মহিলারা একজোট হয়ে রাস্তা অবরোধ করলো পানীয় জলের দাবিতে।

 

এই ঘটনায় স্থানীয় রূপমারি পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং জানান_তিনি বিডিও কে জানিয়েছে, আবারও জানাবে, যাতে খুব দ্রুত এই সমস্যার সমাধান হয় তার পদক্ষেপ গ্রহণ করবেন।

 

বিস্তারিত জানতে নজর রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে__