আপের আরেক বিধায়কের শিয়রে সংক্রান্তি। ইডি তাঁর বিরুদ্ধে আমিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। আপ বিধায়ক আমানাতুল্লাহ খানের সঙ্গে দিল্লি ওয়াকফ বোর্ডের আর্থিক তছরুপ যুক্ত রয়েছে বলেই দাবি করেছে ইডি। ১৮ এপ্রিলের মধ্যে এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। ইডির আইনজীবী আদালতের কাছে কিছুটা সময় চেয়েছিল। সেই সময়ের মধ্যেই তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে। দিল্লি ওয়াকফ বোর্ডের ঘটনায় ইডি জানিয়েছে তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছে আমানাতু্ল্লাহ খানের ভূমিকা এই ঘটনায় অনেক বেশি। তাই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছাড়া উপায় নেই।