পাকিস্তানকে সরাসরি আক্রমণ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার রাজনাথ বলেন, যদি পাকিস্তান মনে করে সন্ত্রাস দমনে তাঁরা ব্যর্থ, তবে ভারত সহায়তা করতে তৈরি। তবে যদি সন্ত্রাসকে ভারতকে বিরুদ্ধে ব্যবহার করা হয় তবে ছেড়ে কথা বলা হবে না। কংগ্রেসকেও আক্রমণ করে রাজনাথ সিং বলেন, মায়ের মৃত্যুর শেষ কাজে কংগ্রেস যোগদান করতে দেয়নি। কারণ তখন দেশে জরুরি অবস্থা চলছিল। আর এখন সেই কংগ্রেস আমাদেরকে একনায়ক হিসাবে অভিহিত করছে। সন্ত্রাসবাদ ইস্যুতে রাজনাথ বলেন, যদি ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করা হয় তবে ঘরে ঢুকে মারবে ভারত। ভারত কখনও কোনও দেশের উপর হামলা করেনি। কোনও দেশের অংশ ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেনি। তবে নিজেদের শান্তি বজায় রাখতে হলে ভারত সবধরণের কাজ করবে।