সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশে কার্যত উল্টোসুর শেখ শাহজাহানের কণ্ঠে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে সে খুশি।
বৃহস্পতিবার সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে জোকা ইএসআই হাসপাতাল নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। স্বাস্থ্য পরীক্ষার পর সেখান থেকে তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বেরোনোর সময় শাহজাহান বলে, “সিবিআই তদন্ত করলে ভাল, ইডি হলে আরও ভাল।”
সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্ত শাহজাহান ৩০ মার্চ থেকে ইডি হেফাজতে। এর আগে গত শুক্রবার সে ষড়যন্ত্রের শিকার বলে ক্ষোভ উগরে দিয়েছিল। গতকাল কলকাতা হাইকোর্ট নির্দেশে সন্দেশখালির সমস্ত মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। আদালত জানাল, নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালির ঘটনা সংক্রান্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। জমি দখল থেকে ধর্ষণের মামলা, সবকিছুর তদন্তে যে কাউকে যখন খুশি ডাকতে পারেন তদন্তকারীরা। চাইলে হেফাজতেও নিতে পারে সিবিআই।