তেভাগা আন্দোলনের পীঠস্থান বিরমজুরে তেভাগার স্মৃতিফলকে শ্রদ্ধা জানিয়ে ভোটের প্রচার শুরু করলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী নিরাপদ সরদার ।
আজ সকালে সন্দেশখালীর বেরমজুরে ভোটের প্রচার করেন সিপিআইএম প্রার্থী নিরাপদ সরদার । বেরমজুরে তেভাগা আন্দোলনের স্মৃতি ফলকে শ্রদ্ধা জানিয়ে বামফ্রন্টের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার পড়েন নিরাপদ সরদার । সেখানে বাজারে এবং গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটের প্রচার সাড়েন তিনি ।