৭০ জন এর উপরে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় কিন্তু এখন ৩০ জন চিকিৎসাধীন ।
গ্রামে মেডিকেল ক্যাম্প করা হয়েছে ।
অসুস্থদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানান কর্তব্যরত চিকিৎসক ।
গতকাল একটি ধর্মীয় অনুষ্ঠান বাড়িতে খাওয়ার পর গ্রামবাসীরা একে একে অসুস্থ হয়ে পড়ে ।
যারা বেশি অসুস্থ হয়েছে তাদেরকে যোগেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে । সেখানেই তাদের চিকিৎসা শুরু হয় । এরপর বেশ কিছু রোগী সুস্থ হয়ে গেলে তাদেরকে ছুটি দেওয়া হয় কিন্তু এখনো ৩০ জন হাসপাতালে ভর্তি । এবং গ্রামেও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।