সন্দেশখালীর মাঝের সরবেড়িয়া , সন্দেশখালি এলাকায় শ্যামল ঘোষ , সুকুমার পাত্র সহ বেশ কয়েকজন অভিযোগকারী বাড়িতে CBI আধিকারিকরা । বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন । e-mail মারফত যে অভিযোগ দায়ের করেছিল সন্দেশখালি এলাকার মানুষ । সেইসব অভিযোগ কারীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাগজপত্র খতিয়ে দেখে । জমি হারাদের যেসব অভিযোগ সেইসব জমিতে গিয়েও তারা সরোজমিনে দেখেন ।
জোর করে শ্যামল ঘোষের , সুকুমার পাত্র এর জমি দখল করে নেওয়ার অভিযোগ করেছিল তাদের পরিবার । সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শ্যামল ঘোষ , সুকুমার পাত্র সহ বেশ কয়েকজন অভিযোগ কারীর বাড়িতে জান CBI আধিকারিকরা ।