বসিরহাট BLLRO অফিসের ঘটনা ।আজ কংগ্রেসের নেতৃত্বে কিছু জমির মালিক BLLRO অফিসে যান এবং অফিসের ঘরে ঢুকে রীতিমত তাণ্ডব চালান জমি মালিকরা । নেতৃত্ব দেন বসিরহাটের ব্লক কংগ্রেস ।
হেড ক্লার্কের ঘর ভাঙচুর করে এবং তাণ্ডব চালায় ।
হেড ক্লার্ক জাহাঙ্গীর কবিরের ঘর ভাঙচুর করে এবং তাণ্ডব চালায় ।
বিক্ষোভকারীদের অভিযোগ_গরিব খেটে খাওয়া মানুষের জমির নাম কেটে তৃণমূলের নেতাদের নামে করে দিচ্ছে জমি । বহুবার অফিসে জানিও কোন কাজ হয়নি । তাই আজ গ্রামের মানুষ একজোট হয়ে অফিসে হামলা চালায় ।
তারা জুতোর মালা সঙ্গে নিয়ে আসে কিন্তু BLRO অফিসার না থাকায় তাকে জুতোর মালা পরায়নি ।