সরুপনগর সীমান্তবর্তী তরণীপুর বাস স্ট্যান্ড থেকে নতুন আঙ্গিকে পুরনো ডি এন ৩৮ রুটে নয়টি যাত্রীবাহী বাসের শুভ সূচনা হলো আজ, উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিনা মন্ডল। রমেন সরদার ,বাপি ,জিয়াউর রহমান, আনিক উদ্দিন গাজী সহ বিশিষ্টজনেরা। এই রুটি চালু হওয়ার কারণে স্বরূপনগর এর তরণীপুর থেকে বসিরহাট হয়ে সোজাসুজি মালঞ্চ যাওয়ার একটি সহজ পথ চালু হয়ে গেল জনসাধারণের জন্য যা এলাকাবাসীর কাছে একটি আনন্দের খবর।