শেখ সিরাজউদ্দিনের পর “শেখ সিরাজুল মীর”এর বাড়িতে CBI এর নোটিশ ।
শেখ সিরাজুল মীরের বাড়িতে এসে সিবিআই আধিকারিকরা ডাকাডাকি করে কিন্তু কেউ না আসায় তার বাড়ির সামনে নোটিশ লাগিয়ে দিয়ে গেল সিবিআই আধিকারিকরা। । আগামী ৬ তারিখ সকাল ১১ টার মধ্যে তাকে সিবিআই দপ্তরে গিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ এই নোটিশে ।
“শেখ সিরাজুল মীর”শেখ শাহজাহান ঘনিষ্ঠ । ৫ই জানুয়ারি ঈদের উপর হামলা সরাসরি ভাবে যুক্ত এমনটাই অনুমান সিবিআই এর ।
সে শাজাহানের আকুঞ্জি পাড়ার বাড়ি থেকে কিছুটা দূরেই এই শেখ সিরাজুল মিরের বাড়ি ।