অপারেশন সিন্দুর ভারতের কাছে শুধু সামরিক শক্তির প্রতীক নয়। এইটা ভারতের রাজনৈতিক, সামাজিক চেতনার প্রতীক হয়ে থাকবে। রবিবার দিল্লি থেকে লাখনৌ তে প্রতিরক্ষামন্ত্রী ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কারখানার ভার্চুয়াল উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে যিনি বলেন, ভারতের সেনাবাহিনীর কণ্ঠস্বর লাহোর থেকে রাউল পিন্ডি ও ইসলামাবাদে পৌঁছে গিয়েছে। জঙ্গিবাদকে খতম করতে ভারত যে বদ্ধপরিকর অপারেশন সিঁদুর তার প্রমাণ। যে জঙ্গিরা দেশের মায়েদের সিঁদুর কেড়ে নিয়েছে সেই সিঁদুর দিয়েই নামাঙ্কিত অপারেশন নিকেশ করল জঙ্গিবাদ কে। লখনৌয়ে ৮০ হেক্টর জমিতে সুপার সনিক ক্ষেপণাস্ত্র৷ ব্রহ্মস তৈরি হবে।
শত্রুকে ছত্রভঙ্গ করতে এই ক্ষেপণাস্ত ৪৫০০ কিলোমিটার বেগে গিয়ে আক্রমণ করবে শত্রু শিবির কে। ভার্চুয়াল ওই উদ্বোধনী অনুষ্ঠানে রাজনাথ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর প্রশংসা করেন। কারণ তিনি উদ্যোগ নিয়েছিলেন এই কারখানা তৈরি করতে। তবে ঘুরেফিরে পাকিস্তানের জঙ্গিবাদকে তিনি যে যোগ্য জবাব ভারতীয় সেনারা দিয়েছেন তার প্রশংসা করেছেন বারে বারে





