রাজ্য পর্যায়ের হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হলো পূর্ব বর্ধমানের ভাতারে। অর্নুদ্ধ ১৫ মেয়েদের এই প্রতিযোগিতার উদ্বোধন হয় ভাতারের মাহাচান্দা বিবেকানন্দ বিদ্যালয়ের মাঠে। ২০ তম এই প্রতিযোগিতায় এবার পশ্চিমবঙ্গের ১০ টি জেলা দল অংশ নিয়েছে। জানিয়েছেন, রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সোমনাথ রায়।
হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের ক্রীড়া স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ শান্তনু কোনার। ছিলেন ইন্ডিয়ান হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান অতনু মজুমদার। খেলা দেখতে এদিন উৎসাহি দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী খেলায় উত্তর চব্বিশ পরগনা জেলা দল ৪-২ ব্যাবধানে পূর্ব মেদিনীপুরকে পরাজিত করে। অন্য একটি খেলায় মুর্শিদাবাদের কাছে ১০- ৫ ব্যবধানে হেরে যায় নদীয়া জেলা দল।





