দ্রুত ভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। চাপ বাড়াচ্ছেন সেনাপ্রধান। এদিকে, দেশের আর্থিক পরিস্থিতিও ভালো নয়। দিন দিন বাড়ছে খুন, ধর্ষণের মতো ঘটনা। তাই প্রবল চাপের মুখে নাকি পদত্যাগের কথা ভাবছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এই বিষয়েই আজ শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি।
কিন্তু আলোচনা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়ে দিলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন।” ফলে প্রশ্ন উঠছে, গদির লোভে পদত্যাগ জল্পনা কি তাহলে ইউনুসের রাজনৈতিক কৌশলই ছিল? বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে খবর, কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রুদ্ধদ্বার বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা।
সভাপতিত্বে ছিলেন ইউনুসই। বৈঠক শেষ হয় বেলা ২টা ২০ নাগাদ। আলোচনার পর সাংবাদিকদের মুখোমুখী হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।





