পাটনা বিমানবন্দরে এক আবেগঘন মুহূর্তে হঠাৎই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আইপিএলের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশীর। মাত্র ১৪ বছর বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে গোটা দেশবাসীর নজর কেড়েছে এই উঠতি বাঁহাতি ব্যাটার। শুক্রবার নিজ শহরে ফেরার পথে পরিবারের সঙ্গে বিমানবন্দরে ছিলেন বৈভব। ঠিক তখনই সেখানে হাজির হন প্রধানমন্ত্রী। বৈভবের সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি।
পরে সোশ্যাল মিডিয়ায় বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে মোদি লেখেন, “তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। ওর ব্যাটিং দক্ষতা সারা দেশের প্রশংসা পাচ্ছে। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা।”
বৈভব মাত্র ১৩ বছর বয়সে আইপিএল নিলামে ১.১ কোটি টাকায় রাজস্থান রয়্যালসের দলে জায়গা করে নেন। অভিষেক ম্যাচেই লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শার্দুল ঠাকুরের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে আসেন।
চলতি আইপিএলে ৭টি ম্যাচে ২৫২ রান করেন, স্ট্রাইক রেট ২০৬.৫৫। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করে হয়ে যান আইপিএলে দ্রুততম ভারতীয় সেঞ্চুরিয়ান। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৩ বলে ৫৭ রান করে আবারও নজর কাড়েন তিনি।
তরুণ এই প্রতিভার পাশে দাঁড়ালেন স্বয়ং প্রধানমন্ত্রী, যা তার কেরিয়ারকে আরও অনুপ্রেরণা দেবে।





