শনিবার ছিল ঈদ উল আযহা বা বখরি ঈদ। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে পবিত্র একটি দিন। এই ঈদ উৎসবকে ত্যাগের উৎসব বলা হয়। এদিন নাদনঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গোয়ালপাড়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করেন। মসজিদের ইমাম সকলের জন্য সুখ শান্তির প্রার্থনা করেন। বিশ্ব শান্তির বার্তা দেন। নামাজ শেষে মসজিদের ইমাম হিন্দু-মুসলিমে মধ্যে ঐক্য বজায় রাখার কথা বলেন।
সম্প্রীতি রক্ষার কথা বলেন। সকলের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার কথা বলেন। অন্যদিকে কালনায় বখরি ঈদ উপলক্ষ্যে শনিবার সকালে কালনা দাতনকাটি তলা মসজিদে নামাজ পড়েন কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ। এদিন উপস্থিত ছিলেন কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ, কালনা উপ পৌরপতি তপন পোড়েল, কাউন্সিলর অনিল বসু সহ বিশিষ্টজনেরা। শতাব্দি প্রাচীন এই মসজিদে প্রত্যেক বছরই নামাজ পড়তে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন। নামাজের শেষে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হয়।





