লক্ষ্মীর ভান্ডার নিয়ে কুৎসা করতে গিয়ে বাংলার মহিলাদেরই অপমানিত করছে বিজেপি,সোমবার দুপুরে বারাসত সাংগঠনিক জেলা কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে এ কথা জানালেন দলের মহিলা নেত্রী তথা বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার । সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার এবং মন্ত্রী শশী পাঁজা বলেন,বাংলার বিজেপি নেতারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন।
তাই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ওরা যেভাবে লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে মহিলাদের উদ্দেশে কুরুচিকর ভাষা ব্যবহার করছেন তার ধিক্কার জানাই। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত এর প্রতিবাদে বাংলাজুড়ে তীব্রতর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তাঁরা। সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “সম্প্রতি ওদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন-স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা থাকলে নাকি মুখ্যমন্ত্রীর মুখ মনে পড়ে! একজন শিক্ষামন্ত্রী হয়ে একথা বলেন কী করে? আর বিরোধী দলনেতা বলছেন- বাংলার মা, মেয়েদের শাঁখা, সিঁদুর ৫০০ টাকায় বিক্রি হবে না, আমরা জিতলে ৩ হাজার টাকা দেব!”
শশী পাঁজা বলেন, “মহিলাদের স্বনির্ভর করতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। সেই প্রকল্প এখনও চলছে। এতে প্রতি মাসে বাংলার ২ কোটি ২১ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। অথচ বিজেপি সেই মহিলাদের দাম নির্ধারণ করতে চাইছে। এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”তাঁরা আরও বলেন, বাংলার মেয়েদের প্রতি বিজেপি নেতাদের এই অপমান তৃণমূল মহিলা কংগ্রেস মেনে নেবে না। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত ওদের ধিক্কার জানিয়ে রাজ্যজুড়ে কর্মসূচি পালন করা হবে। শুভেন্দু-সুকান্তদের মুখের ভাষা থেকেই স্পষ্ট ওরা বাংলার মা, বোনেদের কী চোখে দেখে। আগামী বিধানসভা ভোটে বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।”