লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ভেঙে পড়ার ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শতাধিক। আমেদাবাদ বিমাবন্দর থেকে টেক অফ করার পর কিছুক্ষণের মধ্যেই বিমান টি ভেঙে পড়ে। একটি মেডিক্যাল কলেজের হস্টেলের ছাদে পড়ার ফলে বিমানে থাকা যাত্রী, বিমানকর্মী সহ হস্টেলে থাকা একাধিক পড়ুয়ার মৃত্যু হয়।ওই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে এই ঘটনায় শোকপ্রকাশ করলেন গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমিটি। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে বিমান দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয়। গোপীবল্লভপুর রামনবমী উদযাপন কমপ্লিট পক্ষ থেকে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারবর্গকে সমবেদনা জানানো হয়। মোমবাতি জ্বালিয়ে শোক পালনে এলাকার সর্বস্তরের মানুষ শামিল হয়েছিলেন।