দীর্ঘ প্রতীক্ষার অবসান। এবার পূর্ব বর্ধমানের কাটোয়া শহর থেকে সরাসরি যাওয়া যাবে রাজ্যের দুই গুরুত্বপূর্ণ জায়গায়। একটি দিঘা অপরটি পুরুলিয়া। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চালু করল দুটি দূরপাল্লার নতুন যাত্রীবাহী বাস পরিষেবা। যার ফলে কাটোয়ার সঙ্গে প্রথমবারের মতো সরাসরি যোগাযোগ স্থাপিত হল এই দুই শহরের। শুক্রবার কাটোয়া বাসস্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে বাস দুটির শুভ সূচনা করেন জেলা শাসক আয়েষা রানি এ, দখিনবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এবং পুরপ্রধান সমীর কুমার সাহা।
ফ্ল্যাগ নাড়িয়ে বাসদুটির যাত্রা শুরু হয় এদিন। একটি বাস কাটোয়া থেকে দিঘা (ভায়া বর্ধমান, আরামবাগ)। অন্যটি কাটোয়া থেকে পুরুলিয়া (ভায়া দুর্গাপুর, বাঁকুড়া)। প্রতিদিন এই বাসগুলি কাটোয়া থেকে ছাড়বে এবং দিঘা ও পুরুলিয়া থেকে ফিরে আসবে। দীর্ঘদিন ধরে কাটোয়া থেকে সরাসরি এই রুটগুলিতে কোনও সরকারি বা বেসরকারি বাস পরিষেবা ছিল না। নতুন এই যোগাযোগ ব্যবস্থা শহরের মানুষের জন্য যেমন সহায়ক, তেমনই পর্যটন শিল্পেরও বড়সড় সম্ভাবনা তৈরি করল।