মহেশতলার ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদের নেমেছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে তুলুসী মাতার পুজো করলেন বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তুলুসি মায়ের পুজো করলেন এদিন।
উপস্থিত ছিলেন বিজেপি নেতা সুমন্ত মন্ডল, অভিজিৎ দত্ত, যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় প্রমুখ। পাশাপাশি আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের শান্তি কামনা করতে মোমবাতিও জ্বালানো হয়। বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, ভবিষ্যতে যদি হিন্দু দেব দেবীর উপর আঘাত করা হয় তাহলে আমাদের আন্দোলন বৃহত্তর হবে। তারই প্রতীকি বিক্ষোভ হলো সারাদিনভর।