বুধবার আউসগ্রামের প্রোগ্রামে একটি দোকানে চুরির সন্দেহে বছর দশেকের এক বালককে গাছে বেঁধে বেধরক মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনার পর সন্ধ্যায় গ্রামের শিবতলায় ফের সভা ডাকা হয়। সেখানে গ্রামবাসীর একাংশের উপস্থিতিতে ওই বালকটিকে হাজির করানো হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার স্থানীয় বননবগ্রাম ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ওই নাবালকের চিকিৎসা করিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আউশগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন পঞ্চম শ্রেণির পড়ুয়া ওই নাবালকের মা। পুলিশ জানিয়েছে, সুব্রত গাঙ্গুলী নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নাবালকের বাবা চেন্নাইয়ে রাজমিস্ত্রীর কাজ করে। তার মায়ের অভিযোগ, ওদের দোকানে ঢুকে চুরি করেছে সন্দেহে তার ছেলেকে ওরা কদম গাছের সাথে বেঁধে বাঁশ দিয়ে বেধরক মেরেছে। এতে ছেলের দুই পায়ে কালশিটে পড়ে গিয়েছে। সারা রাত ছেলে ঘুমাতে পারেনি। যদিও এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা কটা মেটে সহ আরো অনেকে। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওকে মেরে মেরে দুটো লাঠি ভেঙে ফেলেছে। ছেলেটির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। এভাবে একটা ছোট ছেলেকে মারবে কেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।