কালিগঞ্জে সিপিআই(এম) পঞ্চায়েত সদস্য বিতান দাস ১০০-রও বেশি পরিবার নিয়ে তৃণমূলে যোগদান করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং কালীগঞ্জে তৃণমূলকে শক্তিশালী করতে সিপিআইএম থেকে তৃণমূলে যোগদান। আসন্ন উপনির্বাচনের আগে কালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রতি বাড়তে থাকা জনসমর্থনের প্রেক্ষিতে সিপিআই(এম) পঞ্চায়েত সদস্য বিতান দাস শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন ১০০-রও বেশি পরিবারকে সঙ্গে নিয়ে। এই দলবদলের ঘটনাটি ঘটে এক বিশাল জনসভার মধ্যে। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেল-এর রাজ্য সভাপতি মোসরাফ হোসেন এবং দলের প্রার্থী আলিফা আহমেদ।